নিজস্ব স্নবাদ্দাতাঃ আলিপুরদুয়ারঃ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজের ছাত্রীর গায়ে ব্লেড চালিয়ে হামলার ঘটনা ঘটলো আলিপুরদুয়ারের ফালাকাটায়। এই ঘটনার পরই এলাকাবাসী অভিযুক্ত ছাত্রকে গণপিটুনি দেয়। ফলে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, গত কয়েক মাস থেকে কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত বড় শোলমারির বাসিন্দা ফাজাদিন হোসেন ফালাকাটা কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই ছাত্রী তাতে রাজি না হওয়ায় ক্রোধবশত সহপাঠী ফাজাদিন মুখ চেপে ধরে ব্লেড চালায়। তবে অপর এক বান্ধবী আটকে দেওয়ায় গলায় ব্লেড লাগা থেকে রক্ষা পেয়েছে।

- Sponsored -
এই ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। আর আহত ছাত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর এলাকাবাসীরা ফাজাদিনকে ধরে বেধড়ক মারধর করে। তারপর পুলিশ এই ঘটনার খবর পেয়ে ফাজাদিনকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই বিষয়ে ফালাকাটা কলেজের অধ্যক্ষ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেছেন, ‘‘কলেজে আসার সময় এই ঘটনা খুবই দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে দাবী জানাব যাতে কলেজের সময় এখানে পুলিশী টহলদারির ব্যবস্থা করা হয়’’।