নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের সিউড়িতে জবালানীর মূল্য বৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর দাবীতে অ্যাম্বুলেন্স চালকরা অ্যাম্বুলেন্স হাতে টেনে প্রতিবাদ জানালেন।
অ্যাম্বুলেন্স চালকদের তরফ থেকে দাবী করা হয়েছে যে, “পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটলেও যে ভাড়া নির্ধারিত করা হয়েছিল তা বাড়ানো হয়নি। এর পাশাপাশি দীর্ঘ দিন ধরে অ্যাম্বুলেন্সের প্রাপ্য টাকাও বকেয়া রয়েছে”।
আরো জানিয়েছে যে, “২০১১ সালে সরকার আমাদের যে ভাড়া নির্ধারিত করেছিল তা একই থেকে গিয়েছে। অথচ পেট্রোল-ডিজেলের দাম ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আমাদের প্রাপ্য টাকাও বকেয়া রয়েছে। ৩০ দিন আমরা প্রশাসনকে সময় দেব। কাজ না হলে বৃহত্তর আন্দোলন শুরু করব’’।
বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি বলেছেন, ‘‘ওঁরা যে দাবী করছেন তা হয়তো ন্যায্য। কিন্তু রাজ্য সরকার যা নির্দেশ দেয় আমরা তাই অনুসরণ করি। ওঁদের বকেয়া টাকা জুন মাস অবধি দেওয়া হয়েছে। আর টাকা দেওয়া হয়নি। আমরা রাজ্য সরকারকে বিষয়টি জানাব’’।