Indian Prime Time
True News only ....

এবার শিয়ালদহ ডিভিশনের তিনটি লোকালে চালু হতে চলেছে প্রথম শ্রেণীর কামরা

- sponsored -

- sponsored -

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ মুম্বইয়ের শহরতলির ট্রেনের ন্যায় পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা চালুর পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল। শিয়ালদহ-রানাঘাট রুটের মাতৃভূমি লোকালে পাইলট প্রকল্প হিসেবে ওই কামরা চালু করার কথাও শোনা গিয়েছিল।

পুজোর আগে ওই ব্যবস্থা চালু করার কথা থাকলেও এবার শিয়ালদহ ডিভিশন একটির পরিবর্তে তিনটি রুটে ওই সুবিধা চালু করতে চলেছে। আশা করা হচ্ছে শীতকালের মধ্যে এই ব্যবস্থা চালু হবে। ইতিমধ্যেই পূর্ব রেলের সদর দপ্তর থেকে এই মর্মে ছাড়পত্র এসেছে।

রেল সূত্রে খবর, এখন শিয়ালদহ ডিভিশনে ছ’জোড়া মাতৃভূমি লোকাল চলে। এর মধ্যে ৩১০০১ ও ৩১০০২ রুটের শিয়ালদহ-রানাঘাট লোকাল ছাড়াও ৩১৪২৩ এবং ৩১৪৩২ রুটের শিয়ালদহ-নৈহাটি ও ৩১২৩০ এবং ৩১২৩১ রুটের শিয়ালদহ-ব্যারাকপুর রুটে মহিলাদের জন্য নির্দিষ্ট বিশেষ ট্রেনে প্রথম শ্রেণীর কামরা যোগ করার সিদ্ধান্ত হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আগের পরিকল্পনা অনুযায়ী শিয়ালদহ-রানাঘাট রুটে প্রথম শ্রেণীর কামরায় সাধারণ কামরার ভাড়ার প্রায় ন’গুণ বেশী ভাড়া ধার্য করার অভিযোগ উঠেছিল। এবার তার পুনর্বিন্যাস করা হয়েছে। এখন শিয়ালদহ থেকে রানাঘাট অবধি ৭৪ কিলোমিটার দূরত্বে সাধারণ কামরায় ২০ টাকা ভাড়া পড়ে। আর মাসিক টিকিটের ক্ষেত্রে ৩৫৫ টাকা ভাড়া পড়ে।

কিন্তু প্রথম শ্রেণীর কামরায় ওই ভাড়া ১১০ টাকা পড়বে। এছাড়া মাসিক টিকিটের ক্ষেত্রে ১ হাজার ২৭০ টাকা ভাড়া পড়বে। উল্লেখ্য যে, যাতায়াতের অন্যান্য মাধ্যম খতিয়ে দেখেই নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণীর কামরায় গদি আঁটা আসন ছাড়াও আলো-পাখা সহ অন্দরসজ্জার দারুণ ব্যবস্থা করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored