নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ফরাক্কায় ইমামনগর পঞ্চায়েত এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা ফেটে আহত হলো ৩ জন শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বলের মতো দেখতে কিছু পড়েছিল। তিন জন শিশু বিদ্যালয়ে যাওয়ার সময় সেটিকে পেয়ে বল ভেবে খেলতে শুরু করে। আর তখন বিকট শব্দে বিস্ফোরণ হতেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনীরা ছুটে আসেন। এলাকাবাসীদের সাহায্যে শিশুদেরকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুদের শরীরের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে। শরীরে বেশ কয়েকটি বোমার স্প্লিন্টার পাওয়া গিয়েছে। যে শিশুটি বোমা হাতে তুলেছিল তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা রেখেছে তা ইতিমধ্যে তদন্ত করে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে।