চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল নিমতলার পর আজ ফের কলকাতার গার্ডেনরিচের জাতীয় ফুড কর্পোরেশনের কারখানায় ভয়াবহ আগুন লেগে গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। দমকল বাহিনী খবর পেয়ে ১০ টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
দমকল সূত্রে জানা গেছে, সকাল ১০টা নাগাদ তারাতলা রোডের হনুমান মন্দিরের কাছের কারখানাটিতে আগুন লাগে। কারখানায় ব্যাটারি, অ্যালকোহলের মতো প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় গুদামটি ভস্মীভূত হয়ে যায়। দ্রুত গতিতে একটি কারখানা থেকে অন্য কারখানাতে আগুন ছড়িয়ে পড়ায় আরো ১০ টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে নিয়ে আসা হয়।
যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ চলছে। অনুমান করা হচ্ছে ভিতরে কেউ আটকে নেই। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আগুনের জেরে বিস্ফোরণ এড়াতে কারখানার বাইরে থাকা ট্রাক-লরি সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের জেরে তারাতলা রোড বন্ধ করে দেওয়ায় বেহালা, খিদিরপুর এলাকা দিয়ে অটো, গাড়ি, বাস সহ সব যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে স্বাভাবিক ভাবেই যানজট বেড়েছে।
কিন্তু এই অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া গোডাউনের মধ্যে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তাও পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে।