নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ ছেলের জন্মদিনে হুগলী রপাণ্ডুয়ার ইটাচুনা খন্যান অঞ্চলের জিটি রোডের পাশে নিজের ওষুধের দোকানের ডাক্তারের চেম্বার থেকে উদ্ধার ৩৫ বছর বয়সী রাজীব বন্দ্যোপাধ্যায় নামে একজন তৃণমূল নেতার ঝুলন্ত দেহ। কিন্তু কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
তৃণমূলের পাণ্ডুয়া ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানান, ‘‘দীর্ঘ দিন ধরে ও দল করছে। পাশাপাশি এলাকার একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। এক জন শিক্ষিত ছেলে আত্মহত্যা করলেন কিভাবে জানি না।’’
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী, ‘‘ওষুধের দোকান চালাতে গিয়ে অনেক ধার দিয়েছিলেন। যা রাজনীতি করতে গেলে মানুষের জন্য করতে হয়। তাই অল্প অল্প করে অনেক টাকা ব্যবসায় ঢুকে যায়। আর সেই টাকা আদায় করতে পারছিলেন না। একটা অবসাদ ছিল। ফলে ব্যবসায় ধাক্কা খেয়েই এই পদক্ষেপ করেছেন।’’
পাণ্ডুয়া থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এর পাশাপাশি মৃতের পরিবারের সাথে কথা বলে আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছেন।