নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সুজাপুর গ্রামে সাক্ষীগোপাল ঘোষের বাড়িতে মজুত বোমা ফেটে কংক্রিটের চাল উড়ে গেলো এছাড়া কংক্রিটের পিলারও ভেঙে পড়লো। এই ঘটনার পর থেকে অভিযুক্ত সাক্ষীগোপাল সহ পরিবারের ৩ জন সদস্য পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৫ টা নাগাদ বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় সমগ্র এলাকা কেঁপে ওঠে। অনেকে ভাবেন ভূমিকম্প হয়েছে। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে এসে দেখেন প্রতিবেশী সাক্ষীগোপাল ঘোষের বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে, কংক্রিটের ছাদ ও পিলার উড়ে গেছে। জানলার গ্রিলগুলিও বেঁকে গেছে। কিন্তু সাক্ষীগোপালের কোনো খোঁজ পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে সাক্ষীগোপাল, ছেলে শুভজিত্ ও পরিবারের আরো একজন সদস্য আহত হয়েছেন। তাই বিস্ফোরণের পরেই বাড়ি থেকে চলে যান।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের মারফত জানা গিয়েছে যে, পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করেছে যে একটি ঘরে ঢালাই করা বাংকের ওপর প্রচুর বোমা মজুত ছিল তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। তবে বোমায় কি ধরণের মশলা ব্যবহার করা হয়েছিল তা জানতে ফরেন্সিক তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে দাবী, “সাক্ষীগোপালের ভাইপো স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য”। কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবী করা হয়েছে যে, “গত বিধানসভা নির্বাচনে ছেলে শুভজিত্ বিজেপির হয়ে কাজ করেছেন”। এলাকায় বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।