নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল রাতেরবেলা মালদায় মোথাবাড়ি থানার লক্ষ্মীপুর এলাকায় ছিনতাইয়ের হাত থেকে রক্ষা পেতে আক্রান্ত হলেন ১ জন ব্যবসায়ী। আক্রান্ত ব্যবসায়ীর নাম মহম্মদ জুলফিকার। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা জুলফিকারবাবু ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের কাজ করেন। গতকাল রাতেরবেলা বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়ই লক্ষ্মীপুর এলাকায় পাঁচ জন দুষ্কৃতী হাঁসুয়া নিয়ে তার উপর এলোপাথাড়ি কোপ মারতে থাকে। এরপর তার কাছ থেকে দুষ্কৃতীরা নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় ওই ব্যবসায়ী মোথাবাড়ি থানায় রুবেল শেখ গোলাম মুস্তাফা সহ পাঁচ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করে দুষ্কৃতীদের তল্লাশি চালাচ্ছে।