নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়িতে পুর কর্পোরেশনে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সিপিএমের পুর কর্পোরেশন অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। এই উত্তেজনক পরিস্থিতির মধ্যে পুলিশের সাথে নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
শিলিগুড়ির হিলকার্ট রোড অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল করে কর্পোরেশনের সামনে মিছিল এগিয়ে যেতেই পুলিশ মিছিল আটকে দেয়। এরপর ধস্তাধস্তি শুরু হতেই টানাটানিতে ব্যারিকেড ভেঙে যায়। এছাড়া কর্পোরেশনের গেট আটকে দেওয়া হলে সেই গেটের লক ভেঙে মিছিল ঢুকে পড়ে। তারপর সিপিএম নেতাকর্মীরা কর্পোরেশনের সামনে বসে পড়েন।

- Sponsored -
শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য জানান, ‘‘কর্পোরেশনের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয় তার কোনোটাই হয়নি। পানীয় জল সরবরাহ থেকে রাস্তাকে যানজট মুক্ত করা, সবেতেই এই বোর্ড ব্যর্থ। শহরবাসী ন্যূনতম পরিষেবা থেকে ব্রাত্য। তাই এই কর্পোরেশন অভিযান। আশা ছিল না, এতো মানুষ এই মিছিলে আসবেন। কিন্তু কর্পোরেশনের ওপর অতিষ্ঠ হয়ে মানুষ মিছিলে যোগদান করছেন।’’
অন্য দিকে তৃণমূল এই ঘটনার সমালোচনা করেছে। কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ‘‘যিনি মিছিলে নেতৃত্ব দিচ্ছেন তারাই ৪০ বছর ধরে পুরসভা চালিয়েছেন। ছ’মাসের মধ্যে পুরসভা ব্যর্থ হয়ে গেল? এতো তাড়াতাড়ি হতাশ হলে হবে কিভাবে? এক জন দায়িত্বপূর্ণ নাগরিক সরকারী সম্পত্তি ভাঙলেন! এটা উচিত ছিল না।’’