ব্যুরো নিউজঃ জাপানঃ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল অলিম্পিকের আয়োজক দেশ জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১ ছিল। স্থানীয় সময় সকাল ১১ টা ৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। জাপানের শিকিমোতা প্রদেশে সবচেয়ে বেশী ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল আওমরি প্রদেশের প্রধান শহর থেকে ৭০ কিলোমিটার দূরে ছিল।
ভূমিকম্প প্রবণ অঞ্চলে থাকায় প্রায়শই জাপানে ভূমিকম্প হয়ে থাকে। কিন্তু অলিম্পিকের মাঝেই ভূমিকম্প নিয়ে আয়োজকরা খুব উদ্বিঘ্ন রয়েছেন। তবে সুনামির কোনোরকম সতর্কতা নেই। তবে এরইমধ্যে ভূমিকম্পের পাশাপাশি আয়োজকদের মধ্যে করোনা আতঙ্ক ছড়াচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
টোকিও অলিম্পিক শুরুর আগে থেকেই অলিম্পিক গেমসের সঙ্গে জড়িত ক্রীড়াবিদ, কর্মকর্তা সহ আয়োজকদের মধ্যে করোনা সংক্রমণ শুরু হয়েছিল। গতকাল গেমসের সঙ্গে জড়িত ১৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। আজ অলিম্পিক গেমসের তৃতীয় দিনের খেলার মাঝে জানানো হলো যে, টোকিও অলিম্পিকের সঙ্গে জড়িত ১৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ সব মিলিয়ে ১ লা জুলাই থেকে অলিম্পিক গেমসের সঙ্গে জড়িত ১৪৮ জনের করোনা রিপোর্ট পজেটিভ বেরিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here