নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গঙ্গা ও কোশী নদীর জোড়া ভাঙনে জেরবার মালদার মানিকচকের ভুতনি। ভুতনির কেশরপুর সংলগ্ন কালুটোনটোলায় গঙ্গার জলের তোড়ে পুরনো সার্কিট বাঁধের একাংশ সহ প্রায় একশো মিটার এলাকা ধসে পড়ে। সার্কিট বাঁধ ও তার পিছনে পঞ্চায়েত বাঁধের মাঝের এলাকায় গঙ্গার জল ঢুকে পড়ায় বহু পরিবার ঘর ছাড়া হয়েছে।
এই পরিস্থিতে ওই এলাকার অন্তত ৫০ টি পরিবার পঞ্চায়েত বাঁধে আশ্রয় নিয়েছেন। কিন্তু পরে প্রশাসনের উদ্যোগে বাঁধের উপরে আশ্রয় নেওয়া পরিবারগুলিকে চামা এলাকায় স্থানান্তরিত করা হয়। আর সেখানেই প্রশাসনের তরফ থেকে রান্না করে খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া পশ্চিম রতনপুর এলাকায় কোশীর ভাঙনে ভুতনি সার্কিট বাঁধের একাংশ ভেঙে গিয়েছে।
তবে সেচ দপ্তর বাঁধ টিকিয়ে রাখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আর ভাঙন আটকাতে বালির বস্তা ফেলে কাজও শুরু করা হয়েছে। তাছাড়া গঙ্গার জলোচ্ছ্বাসে গঙ্গাবক্ষে জেগে ওঠা মানিচকের গদাই এবং নারায়ণপুর চর প্লাবিত হয়ে পড়ছে। তবে গঙ্গার জলস্তর ২৫.১৭ মিটার হওয়ায় অর্থাৎ বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় সকলে উদ্বিগ্ন।
সেচ দপ্তরের অধীক্ষক বাস্তুকার (উত্তর মণ্ডল ১) এই প্রসঙ্গে জানান, ‘‘যুদ্ধকালীন ভিত্তিতে কাজ চলছে। রাতভর যাতে কাজ করা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে।’’ সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এই বিষয়ে বলেন, ‘‘আমরা ভাঙন ঠেকাতে সাধ্য মতো চেষ্টা করছি।’’