নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল আবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। তিনি মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। নাম মূলচাঁদ।
![]()
রেল পুলিশ জানা গিয়েছে যে, মূলচাঁদকে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মূলচাঁদের বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় তল্লাশি শুরু করতেই ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। যা যন্ত্রের মাধ্যমে গোনা হয়।
রেল পুলিশের দাবী, “মূলচাঁদের ব্যাগ থেকে মোট ৩৬ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। তিনি ওই টাকা সংক্রান্ত কোনো নথিও দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে।” মূলচাঁদ জেরায় জানান, “তাকে ওই টাকা হাওড়া স্টেশনে পৌঁছে দিতে বলা হয়েছিল।”
তবে এই ঘটনার পিছনে কারা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হাওয়ালার মাধ্যমে ওই টাকা পাচার করা হচ্ছিল কি না তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। আপাতত মূলচাঁদকে অন্ডাল জিআরপিতে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি পুলিশ ওই টাকা বাজেয়াপ্ত করেছে।