রাতের অন্ধকার রাস্তায় চলছে চালকহীন বাইক
ওয়েবডেস্কঃ এবার গভীর রাতে রাস্তায় একটি আরোহী বিহীন বাইককে চলতে দেখা গেল। আর এই বিস্ময়কর ঘটনাটিকে মোবাইলে ক্যাপচার করলো অম্বর জাইদি। আর তার এই ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ায় দিতেই শোরগোল শুরু হয়ে যায়। কিন্তু ভিডিওটি প্রথমে দেখেই সকলেই হতভম্ভ ও বাকরুদ্ধ হয়ে পড়ে।
এই ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির সামনের সরু রাস্তায় দুটি বাইক পার্ক করা ছিল। আচমকাই দুটি বাইকের মধ্যে পার্ক করে রাখা একটি বাইক চলতে শুরু করে করে কিন্তু টার্নিং এর সময় রাস্তার মধ্যেই পড়ে যায়। কিন্তু বাইকের আশেপাশে কোনো জনমানবও ছিল না।
নেটিজেনদের মতে, চোখে না দেখলে এই ধরণের ঘটনা কোনোভাবেই বিশ্বাসযোগ্য ছিল না।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ঘটনাটি গুজরাতের কাছাকাছি কোনো একটি এলাকায় ঘটেছে।
তবে এর আগেও ২০২০ সালের অক্টোবর মাসে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল যে, তামিলনাড়ুতে একটি গাড়ি নিজে থেকেই চলছে যার ড্রাইভিং সিটেই কেউ বসে ছিল না। কেবলমাত্র একজন মানুষ পাশের যাত্রীর সিটে বসেছিলেন। তবে ওটি একটি Premier Padmini Fiat গাড়ি ছিল।
এই ক্ষেত্রে সূত্রের তরফ থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা যায় যে, প্যাসেঞ্জার সিটে বসে থাকা মানুষটিই সেলফ ড্রাইভিং কারের সিক্রেট ব্যবহার করে গাড়িটি চালাচ্ছিলেন। যেখানে সেই মানুষটি ড্রাইভারের পাশের সিট থেকে স্টিয়ারিং হ্যান্ডেল করছিল। আর গাড়িটিতে ড্রাইভিং স্কুলের গাড়িগুলির মতো টু ওয়ে পেডেল সিস্টেম ছিল। যার ফলে সহজেই কাজটি করা গিয়েছিল।
তবে এইবারের এই ঘটনায় এই ধরণের কোনোরকম তথ্য পাওয়া যায়নি। কারণ বাইকটিতে কোনো আরোহী ছিলেন না। তাই এটি কোনো ভৌতিক ঘটনা না এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে তা নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে নেট দুনিয়ায়।