অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানো নিয়ে বচসাকে ঘিরে কলকাতার বরাহনগরে চারতলা বাড়ির ছাদ থেকে বাবা-ছেলেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশী মদ্যপ যুবকের বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বকর্মা পুজোর দিন বাবা ও ছেলে ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এমন সময় পাশের বাড়ির ওই যুবক মদ্যপ অবস্থায় তাদের বাড়ির ছাদে উঠে এসে ঘুড়ি ওড়ানোর দাবী করে। কিন্তু মদ্যপ অবস্থায় থাকায় ঘুড়ি ওড়াতে না দেওয়ায় বেজায় চটে যায়।
এরপর বাবা এবং ছেলেকে ঘুড়ি ওড়ানোর মুহূর্তে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। বাবা ও ছেলে প্রায় ৪৫ ফুট নীচে পড়ে যাওয়ার আগে একটি বাড়ির টালির চালে পড়ে গেলে ওই বাড়ির চালের টালিও ভেঙে যায়। যে জায়গায় তাদের ঠেলে ফেলা হয় সেখানে ইলেকট্রিক তার ঝোলায় তাতে তড়িদাহত হয়ে নীচে পড়ে গেলে স্থানীয়রাই তড়িঘড়ি উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনার পর প্রতিবেশীদের নিয়ে পরিবারের বাকি সদস্যরা বরাহনগর থানায় গিয়ে অভিযোগ জানায়। পুলিশ তাদের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলার রুজু করে। আপাতত অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে তবে তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে।