Indian Prime Time
True News only ....

প্রার্থীর বদলের দাবীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হলো

- Sponsored -

- Sponsored -

দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূমের দুবরাজপুর বিধানসভার বিজেপির প্রার্থী অনুপ সাহা। আর এবার বিজেপি কর্মীর একাংশ এই প্রার্থী বহিরাগত বলে অভিযোগ তুললেন৷ অনুপ সাহার বাড়ি বীরভূমের ময়ুরেশ্বরে আর তিনি প্রার্থী হয়েছেন দুবরাজপুর বিধানসভায়৷

এই বিষয়টিকে ঘিরে বিজেপির কর্মী-সমর্থকরা দুবরাজপুর বিধানসভা এলাকার খয়রাশোল এলাকায় বিক্ষোভ শুরু করলো৷ আজ দুপুরে খয়রাশোল ব্যাসস্টান্ডের কাছে বাবুইজোর-দুবরাজপুর রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপিরই একাংশ কর্মীরা৷ বেশ কিছুক্ষন ধরে এই বিক্ষোভ চলে৷

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বিজেপি কর্মীদের অভিযোগ, “বীরভূম জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা গোটা বীরভূম কে সাহা এন্টারপ্রাইজ (কোম্পানী) করে তুলেছে সেই কারনেই অনুপ সাহাকে দুবরাজপুরের প্রার্থী করা হয়েছে। আমরা দলীয় ভাবে দিলীপ ঘোষকে লোকাল প্রার্থী হিসেবে দাবী করেছিলাম কিন্তু সেটা মানা হলো না। তাই আমাদের দাবী দুবরাজপুর কেন্দ্রে লোকাল কোনো বরীষ্ঠ মানুষকে প্রার্থী করা হোক”৷ তা না হলে বিজেপির হয়ে তারা ভোট করাবেন না৷ আর ভোট হতেও দেবেন না বলে তারা প্রকাশ্যে হুমকি দেন।

রাজনৈতিক মহলের মতে, “বীরভূম জেলায় বিজেপির প্রার্থীদের কেন্দ্র করে কর্মীদের মধ্যে তলায় তলায় বেশ ভালোই ক্ষোভ বাড়ছে। যা বিজেপিকে আরো সমস্যায় ফেলতে চলেছে”৷

অন্যদিকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, “তৃণমূলের যারা উচ্ছিষ্ট পাত্র পেয়েছে বা দল থেকে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, বিজেপি সেই রকম লোককে প্রার্থী করে আগামী নির্বাচনে লড়তে চাইছে। এই ব্যাপারে যত কম বলা যায় ততোই ভালো। ওরা নিজেদের সঙ্গে নিজেরা ঝগড়া করেই শেষ হয়ে যাবে”।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored