নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ ‘জলস্বপ্ন’ প্রকল্পে বাড়ি-বাড়ি জলের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেক বাড়িতে জল যাচ্ছে না। আর তাই দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতের যবুনা গ্রামের বাসিন্দাদের একাংশ বেশ কিছু দিন ধরে প্রবল জলকষ্ট শুরু হয়েছে বলে অভিযোগ তুলে গ্রামে বিক্ষোভ দেখান।
এলাকার মহিলারা জলের দাবী তুলে প্ল্যাকার্ড হাতে ফাঁকা কলসি-বালতি নিয়ে মিছিল করে অভিযোগ তোলেন যে, “গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও জলের সমস্যা রয়েছে। এলাকার অনেক কলেই জল পড়ে না। প্রখর গ্রীষ্মে পানীয় জল না পেয়ে চরম দুর্ভোগে দিন কাটছে। দূর থেকে জল বয়ে এনে কোনো রকমে কাজ চালাতে হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here
এরই মধ্যে গ্রামে তৃণমূলের পথসভার প্রস্তুতি চলছিল। বিক্ষোভকারীরা পথসভার জন্য নিয়ে আসা চেয়ার-সাউন্ড সিস্টেম সব কিছু ফিরিয়ে দেন। বিক্ষোভকারীরা জানিয়ে দেন, “জলের সমস্যা না মেটা পর্যন্ত গ্রামে কোনো রাজনৈতিক দলের কর্ম্সূচী করা যাবে না।”
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় বলেছেন, “গ্রামবাসীর সাথে কথা হয়েছে। শীঘ্র ব্যবস্থা করা হবে। প্রয়োজন পড়লে সাবমার্সিবল পাম্প বসানো হবে। গ্রামবাসীকে আপাতত শান্ত হওয়ার আর্জি জানানো হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূল পরিচালিত ইছাপুর পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল মণ্ডল জানিয়েছেন, “বিকল্প হিসাবে আপাতত ট্যাঙ্কারে করে জল পাঠানো হবে। অতি দ্রুত যাতে সমস্যার সমাধান হয় সেই জন্য জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে।”
এদিকে বিজেপি দলনেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলে দিয়েছেন, “তৃণমূল পরিচালিত প্রশাসন যে ন্যূনতম নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এই ঘটনা তার প্রমাণ।”
জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, ওই পঞ্চায়েতের মোট ১২ টি মৌজায় জল সরবরাহ করা হয়। একটি-দু’টি জায়গায় সমস্যা হচ্ছে। বিকল্প হিসাবে হেতেডোবায় একটি জলাধার গড়ে তোলা হবে। সেটি সম্পূর্ণ হলেই এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে।