নিজস্ব সংবাদদাতাঃ ডুয়ার্সঃ আজ ডুয়ার্সের তোতাপাড়া থেকে জালাপাড়া গামী রাস্তা থেকে উদ্ধার হলো এক রক্তাক্ত চিতাবাঘের দেহ। এই ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে প্রচুর মানুষের জমায়েত হয়। এরপরই বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়্যারের কর্মীদের খবর দেওয়া হয়।
জানা গেছে, সকালবেলা বাগানের শ্রমিকরা চিতাবাঘটিকে মৃত অবস্থায় আংড়াভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হৃদয়পুর ও তোতাপাড়া এলাকার মাঝে পড়ে থাকতে দেখতে পান। মাথায় গভীর ক্ষতও ছিল।
বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত পুরুষ চিতাবাঘটি ‘সাব এডাল্ট’। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, চিতাবাঘটির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে।