নয়া দিল্লিঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনাভাইরাসের ভ্যাক্সিন ‘কোভোভ্যাক্স’কে জরুরিকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে। দেশের অন্যত্ম একজন বিজ্ঞানী অনুরাগ আগরওয়াল করোনাভাইরাসের ওমিক্রন রূপকে ঠেকানোর জন্য কোভোভ্যাক্সকে বুস্টার হিসাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
ভারত সরকারের জিনোম সিকোয়েন্সিং মনিটরিং এজেন্সি ‘ইনসাকগের’ অধিকর্তা অনুরাগ আগরওয়াল বলেছেন, ‘‘কোভোভ্যাক্স বুস্টার ভ্যাক্সিন হিসাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। পাশাপাশি এটি খুব সুরক্ষিত’’।
‘‘কোভিশিল্ড বা অ্যাস্ট্রাজেনেকার থেকে ভালো। এটি বুস্টার হিসাবে কোভিশিল্ডের থেকে ৫০ শতাংশ বেশী কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পর সরকারের উচিত বুস্টার ভ্যাক্সিন হিসাবে কোভোভ্যাক্স ব্যবহার করা’’।
নোভাভ্যাক্স ইনকর্পোরেশনের তৈরী সিরাম ইনস্টিটিউটের উদ্যোগে ভ্যাক্সিনের ভারতীয় রূপ হল কোভোভ্যাক্স। এটি এক ধরনের রিকম্বিন্যান্ট প্রোটিন ভ্যাক্সিন যা আমাদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে। তবে এই ভ্যাক্সিন সম্পর্কে বিশদে জানার জন্য আরো পরীক্ষা করা হবে।