নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া পুর এলাকায় সংক্রমণ বৃদ্ধির হার অনেকটাই বেশী। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২০ দিনে করোনা সংক্রমণের সংখ্যা ৫০ জন। যার মধ্যে গত এক সপ্তাহেই সংক্রমণের সংখ্যা ১৮ জন। যার বেশীর ভাগই হাওড়া পুর এলাকার বাসিন্দা।
পুরসভা পরিস্থিতি বিবেচনা করে ফের হোর্ডিং ও পোস্টারের মাধ্যমে মাস্ক পরা এবং স্যানিটাইজ়ার ব্যবহার করার বিষয়ে সচেতনতামূলক প্রচার শুরু করছে। আর এখনো যারা প্রতিষেধক নেননি তাদের প্রতিষেধক দেওয়ার জন্য এলাকাভিত্তিক ভাবে শিবির করার পরিকল্পনাও করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তাদের একাংশের দাবী, ‘‘অনেকেই করোনা পরীক্ষা করাতে না চাওয়ায় সংক্রমণের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। সংক্রমণ বৃদ্ধির হার দেখে অনুমান করা হচ্ছে যে, দ্রুত মানুষ সচেতন না হলে এক মাসের মধ্যে অতিমারী আবার মারাত্মক আকার নেবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী জানান, ‘‘এখনো অবধি বহু মানুষ প্রতিষেধকের দ্বিতীয় ডোজই নেননি। তাদের চিহ্নিত করে প্রতিষেধক দেওয়ার জন্য আঞ্চলিক শিবির করা হবে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। জনবহুল জায়গায় প্রচার চালানো হবে। ভিড় এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল বলেন, ‘‘বিশেষত শিবপুর এলাকায় করোনার প্রকোপ বেশী। প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। মানুষ সচেতন না হলে সমস্যা বাড়বে। গত তিন মাসে জেলায় কেউ করোনায় মারা যাননি। ২৪ শে ফেব্রুয়ারী শেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল।
ইতিমধ্যেই সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর সাথে সাথে প্রতিষেধক প্রদান কর্মসূচী বৃদ্ধি করতে বলা হয়েছে।’’