মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের তালপুকুরে স্বপনকুমার সরখেল নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিককে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিল প্রতারকেরা।
অভিযোগ উঠেছে যে, সম্প্রতি বিদ্যুৎ দপ্তরের নাম করে স্বপনবাবুর কাছে একটি ফোন আসে। তাতে বলা হয়, তার বাড়ির বিদ্যুৎ এর বিল না মেটানোয় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। কিন্তু বিদ্যুৎ এর বিল মিটিয়ে দেওয়ার পরও এই ফোন পেয়ে অবাক হয়ে যান।
এরপর যান্ত্রিক ত্রুটির কথা বলে একটি অ্যাকাউন্টে দশ টাকা পাঠাতে বললে স্বপনবাবু সেই টাকা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই স্বপনবাবুর দু’টি অ্যাকাউন্ট থেকে প্রতারকেরা প্রায় ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। তারপর সাথে সাথে বিষয়টি ব্যাঙ্কে জানালে ব্যাঙ্ক তার দু’টি অ্যাকাউন্টই বন্ধ করে দেয়।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ দায়ের করার পর জানা গিয়েছে, জামতাড়া গ্যাংয়ের সদস্যেরা সাধারণত ঋণ পাইয়ে দেওয়া বা লটারির টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে থাকে। এই ব্যাপারে পুলিশ প্রশাসনের তরফ থেকে মানুষকে সতর্ক করায় প্রতারকেরা জালিয়াতির পদ্ধতি বদলে ফেলে।
তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখিয়ে প্রতারণা করার ঘটনা তুলনামূলক ভাবে নতুন। তাই এই জালিয়াতির চক্রে জামতাড়া গ্যাংই জড়িত না কি কোনো দল অথবা বিদ্যুৎ দপ্তরের কেউ সক্রিয় হয়েছে কিনা তা ভালোভাবে খতিয়ে দেখছেন পুলিশ।