নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) অতিমারি বিভাগের প্রধান সমীরণ পাণ্ডা জানান, ‘‘অনুমান করা হচ্ছে যে ওমিক্রনের প্রভাব ভারতে ১১ ই ডিসেম্বর থেকে শুরু করে তিন মাস চলবে। অর্থাৎ ১১ ই মার্চের পর থেকে আমরা এই রোগ থেকে কিছুটা অব্যাহতি পেতে পারি’’।
‘‘আর ১১ ই মার্চের পর থেকে করোনা ভারতে একটি সাধারণ রোগ হয়েও দাঁড়াতে পারে। কিন্তু এর জন্য অনেকগুলি বিষয়ে বিশেষ নজর রাখা প্রয়োজন। যদি করোনার কোনো নতুন রূপ আবির্ভূত না হয় ও ওমিক্রন রূপ ডেল্টা রূপকে প্রতিস্থাপন করে তবেই করোনা একটি সাধারণ রোগে পরিণত হতে পারে’’।
Sponsored Ads
Display Your Ads Here
সমীরণ পাণ্ডা আরো বলেছেন যে, ‘‘কোভিড-১৯ ভারতে একটি সাধারণ রোগে পরিণত হলে এটি তুলনামূলক ভাবে কম সংক্রমিত হবে এবং একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে। দিল্লি ও মুম্বইয়ে করোনা স্ফীতি শীর্ষে পৌঁছেছে কি না তা জানতে আমাদের আরো দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
দিল্লি এবং মুম্বইয়ে ওমিক্রন ও ডেল্টা রূপের অনুপাত ৮০ এবং ২০ শতাংশ। এছাড়া বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে এই মহামারী প্রভাব ফেলেছে। ফলে আমরা কেবলমাত্র দিন কয়েকের আক্রান্তের সংখ্যা এবং সংক্রমণের হার কমার উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারি না’’।
Sponsored Ads
Display Your Ads Here