নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে হওয়া প্রবল বৃষ্টির জেরে আচমকাই কার্শিয়াংয়ের তিনধরিয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামল। ধস নামায় দার্জিলিং থেকে শিলিগুড়ি যোগাযোগকারী প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের জাতীয় সড়কের একটি অংশ নদী খাতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন। এছাড়া ধস নামার ফলে ট্রয়ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়।
এই রাস্তা ধরেই মূলত সুকনা থেকে তিনধারিয়া হয়ে কার্শিয়াং যাওয়া যায়। আপাতত বিকল্প রাস্তা হিসেবে রোহিনী হয়েই কার্শিয়াং ও দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রসঙ্গত বলা যায় যে, ২০১১ সাল থেকেই একাধিকবার ৫৫ নম্বর জাতীয় সড়ক ধসের কবলে পড়েছে। এর আগেও ২০২০ সালে পাগলাঝোড়ার কাছে জাতীয় সড়কে ভয়াবহ ধসের জেরে রাস্তা ও ট্রয় ট্রেনের লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু এখন বর্ষাকালে এই রাস্তা দ্রুত মেরামত করা সম্ভব নয় বলে জানা যায়।
Sponsored Ads
Display Your Ads Hereযদিও করোনা মহামারীর জেরে পর্যটকদের সংখ্যা কম থাকায় অনেকটা দুর্ভোগ এড়ানো সম্ভব হয়েছে।