Indian Prime Time
True News only ....

আপাতত খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১২ ই ফেব্রুয়ারী থেকে বিদ্যালয় খোলার চিন্তা-ভাবনা করা হয়েছে। আজ রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পর পুরুলিয়ার সিধু-কানহো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর জানালেন “আপাতত মার্চ পর্যন্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। তারপরে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে”। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ রাখার আর্জি জানিয়ে উপাচার্যরা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে একটি প্রস্তাব রাখেন। আর এই প্রস্তাবে শিক্ষাদপ্তর সম্মতি দেন।

রাজ্য, ভিন রাজ্য সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীরা পড়াশুনা করতে আসে। তাই করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আপাতত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি সহ হস্টেলও খোলা হচ্ছে না। তাই অনলাইনেই পঠনপাঠন চলবে। এমনকি অনলাইনের মাধ্যমে সেমিস্টারও নেওয়া হবে।

তবে গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থী এবং গবেষকদের জন্য ল্যাবরেটরি খোলা যেতে পারে। তবে তা গবেষকদের আবেদনের ভিত্তিতেই করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আবেদনের নিরিখে কোভিড নিয়ম-নীতি মেনে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored