আগামী ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ প্রচণ্ড তাপপ্রবাহ থেকে দক্ষিণবঙ্গবাসী কিছুটা নিস্তার পেয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির জেরে শুক্রবারের মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হবে। এরপর দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

যা আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তাটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ইতিমধ্যে আগামী শনিবার অবধি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে।


আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা কমতে পারে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।


যার ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রী সেলসিয়াস। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রী সেলসিয়াস ছিল। এদিকে এদিন বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031