অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভুয়ো পরিচয় দিয়ে সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে সাফাইকর্মী হিসেবে নিয়োগ করার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছেন। ধৃতের নাম মহম্মদ সাকির হোসেন। বাড়ি বীরভূমের বোলপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে এই ঘটনার সূত্রপাত হয়। প্রায় ২০০ জন যুবক দাবী করেন যে, গত জুলাই মাসে সাকির তাদের সাফাইকর্মী হিসেবে নিয়োগ করে কাজও করিয়েছেন। প্রথম কয়েক মাসে টাকা দিলেও সম্প্রতি কেউ বেতন পাচ্ছেন না।
কিন্তু চাকরী দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন। পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে জানতে পারেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে নিয়োগ করার অনুমতি দেননি। অভিযুক্ত নিজেকে সরকারী কর্তা বলে দাবী করে যুবকদের সাফাইকর্মী হিসেবে কাজ দেওয়া হবে বলে টাকা নিয়েছেন।
তবে সাকির কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একটি যাত্রী-নিবাসের কেয়ারটেকার হিসেবে কাজ করত। এরপর গত কয়েক মাস থেকে পালিয়ে বেড়ালেও বুধবার রাতেরবেলা সাকিরকে বর্ধমানের বুদবুদ থেকে গ্রেপ্তার করেন।
আর বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক আগামী ১৭ ই মে অবধি পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দেন।