নয়া দিল্লীঃ গত বেশ কয়েকদিন থেকেই সমগ্র দেশের প্রায় প্রতিটি রাজ্যেই হাড়হিম করা ঠাণ্ডা পড়েছে। আর মধ্যেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। প্রচণ্ড শীতে কাঁপছে দিল্লি। ভোরের দিকে রাস্তায় আলো জ্বেলে গাড়ি চলাচল করতে দেখা যায়। বছরের প্রথম দিনেই তাপমাত্রা নেমে হয়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৫ বছরের রেকর্ড অতিক্রম করে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে।
প্রসঙ্গত আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, ২০০৬ সালে শেষ ০.২ ডিগ্রী তাপমাত্রায় নেমেছিল। আর গতবছর সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রী ছিল।
আঞ্চলিক আবহাওয়া দপ্তরের অধিকর্তা কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, “ভোর ছ’টায় কুয়াশা খুবই ঘন ছিল এবং দৃশ্যমানতা শূন্য মিটার। তবে আগামী শনিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য তাপমাত্রা বাড়তে শুরু করবে। আর ৪ ঠা জানুয়ারী থেকে ৫ ই জানুয়ারীর মধ্যে তাপমাত্রা বেড়ে ৮ ডিগ্রী সেলসিয়াস হবে”।
মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ রা জানুয়ারী থেকে ৫ ই জানুয়ারীর মধ্যে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে বৃষ্টি হতে পারে। আর এই ঘূর্ণাবর্তের ফলে ৩রা জানুয়ারী থেকে ৬ ই জানুয়ারীর মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাত হবে। যার জেরে আগামী দু’দিন রাজধানী সহ গোটা উত্তর ভারতের সব রাজ্যে প্রবল ঠান্ডা পড়বে”।