ওয়েব ডেস্কঃ ভোরের ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে গোটা দেশ। আর শীতকালের এই ঘন কুয়াশার জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। এবারেও তার কোনো ব্যতিক্রম হলো না।
ঘন কুয়াশার প্রভাবে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একসঙ্গে আটটি গাড়িতে ধাক্কা লাগে। যার ফলে এক বড়োসড়ো দুর্ঘটনার স্মমুখীন হন যাত্রীরা। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫ জন আহত হয়েছেন ।
আহতদের উদ্ধার করে পিজিআই সইফাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তারা চিকিত্সাধীন রয়েছেন।