নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ কোচবিহারের নিউ কদমতলা এলাকায় একটি বহুতল আবাসনের পাঁচতলায় আগুন লেগে মৃত্যু হয়েছে মা ও ছেলের। এই মর্মান্তিক ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বহুতল আবাসনের পাঁচতলায় সুপ্রিয়া সরকার এবং ছেলে সুজয় সরকার থাকতেন। সুজয় কর্মসূত্রে পটনায় থাকতেন। সুপ্রিয়াদেবীও সেখানেই থাকতেন। আর মাঝের মধ্যে এখানে আসতেন। সেই মতো প্রায় চার-পাঁচ দিন আগে এখানে এসেছিলেন।
এদিন তাদের ঘর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসীরা দ্রুত সেখানে পৌঁছালে ফ্ল্যাটের কোল্যাপসিবল গেটে তালা দেওয়া থাকায় কেউ ঢুকতে পারেননি।
এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে কিছুক্ষণ পর দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারপর তালা ভেঙে ফ্ল্যাটের আগুন নিয়ন্ত্রণে এনে ঘরের ভিতর থেকে সুপ্রিয়া্দেবী ও সুজয়ের মৃতদেহ উদ্ধার করে। এদিকে কোতোয়ালি থানার পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অগ্নিকাণ্ডের জেরেই মা এবং ছেলের মৃত্যু হয়েছে। কিন্তু ঘরের মধ্যে এভাবে আগুন লাগল কিভাবে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।