নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রের পক্ষ থেকে নয়া কৃষি আইন চালু করার পর থেকে দেশ জুড়ে কৃষি আন্দোলন শুরু হয়েছিল। কেন্দ্রের এই নতুন আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকার কথাও বলা হয়েছিল কৃষকদের তরফ থেকে।
কিন্তু আজ সংসদ অধিবেশনে বাজেট পেশের দিন কৃষকদের জন্য নানা খাতে টাকা বরাদ্দের কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২১-২০২২ সালের এই অর্থবর্ষে কৃষকদের লাভ্যাংশের কথা চিন্তা করে ঘোষনা করা হয়েছে যে,
কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। কৃষকদের ধানের জন্য ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা, গমের জন্য ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফলে ৪৩.৬ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।১.৮৬ কোটি কৃষক ইন্যাম নামক অনলাইন বাজারের জন্য উপকৃত হচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Hereকৃষি ক্ষেত্রে এমএসপিকে কস্ট অফ প্রোডাকশনের দেড়গুণ দেওয়া হবে ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে। কৃষিক্ষেত্রে পরিকাঠামো নির্মাণের পরিকাঠামো বাড়ানো হবে।
আধুনিক মত্স্যচাষের জন্য বরাদ্দ বাড়ছে। কৃষকদের ও মত্স্যজীবীদের জন্য ১৫.৫ লক্ষ কোটি টাকা ধার দেওয়া হচ্ছে।
এ বছরের প্রথমে মহামারী শুরুর ছোট ও মাঝারি প্যাকেজ ঘোষিত হয়েছে। এখন স্বাস্থ্য সংকট কমেছে। এখন চাহিদা বাড়ানো প্রয়োজন।
Sponsored Ads
Display Your Ads Hereএছাড়া পরিযায়ী শ্রমিকদের ‘ওয়ান নেশন ওয়ারশ কার্ড’ প্রকল্প চালু হবে। পরিবার থেকে দূরে থাকলেও সুবিধা পাওয়া যাবে। এছাড়া তাদের স্বল্প খরচে বাড়ি ভাড়ার ব্যবস্থা করা হবে।