নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডিএসপি টাউনশিপ এলাকায় নেতাজি সুভাষ রোডের ধারে বসুন্ধরা পার্কের তারজালির রেলিংয়ের পাশ থেকে বেনাচিতির নতুনপল্লীর বাসিন্দা ৪০ বছর বয়সী শোভা দাসের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, “শোভা দেবীর মুখ থেঁতলানো ছিল। হাত-পা ও মুখ রক্তাক্ত ছিল। দেহটি দেখামাত্র পুলিশের কাছে খবর দেওয়া হয়”। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবার সূত্রে জানা যায়, শোভা দেবী সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। সারারাত সন্ধান করেও পাওয়া যায়নি। সকালবেলা জানা গিয়েছে শোভা দেবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। গিয়ে দেখা যায় গা থেকে গহনাও উধাও ছিল।
এছাড়া আরো জানা যাচ্ছে যে, ফেব্রুয়ারীতে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। তাই ধার করে টাকার জোগাড় করেছিলেন। নিজে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকায় গোষ্ঠীর সদস্যদের জন্য ব্যাঙ্ক ঋণ তোলা সহ অন্য আর্থিক লেনদেনও করতেন।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মহিলার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। গলায় ফাঁস দিয়ে খুন করে ভারী কিছু দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয়েছে। পাশে একটি চাদরও পড়েছিল। কিন্তু এই মৃত্যুর পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
এলাকাবাসীর একাংশ দাবী করেন যে, “পুলিশের টহলদারী আরো বাড়ানো প্রয়োজন। কি্নতু পুলিশের তরফে জানানো হয়েছে যে রাতেরবেলা টহলদার গাড়ি এলাকায় ঘোরে”।