নিজস্ব সংবাদদাতাঃ একদিকে মালদা অপরদিকে আসানসোলের নেতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল দুষ্কৃতীরা।
মালদার পুখুরিয়ায় বিজেপির মণ্ডল সভাপতি সুবেক আলী সামসিতে দলীয় সভা শেষ করে কুমারগঞ্জে নিজের বাড়ি ফিরছিলেন। ঠিক এমন সময় দুষ্কৃতীরা পুখুরিয়ায় তার রাস্তা আটকে তাকে তাক করে পরপর গুলি চালায়। তৎক্ষণাৎ একটি গুলি এসে তার বাম হাতে লাগে। তারপর তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মালদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবার আসানসোলে বিজেপির রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কলকাতার দলীয় কর্মসূচী সেরে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে নামার সময় বাইকবাহী দু-তিনজন দুষ্কৃতী তার উপর অনবরত গুলি চালাতে থাকে। কিন্তু তিনি কোনোক্রমে গাড়ির মধ্যে ঢুকে যান। তারপর দুষ্কৃতী বাইক থেকে নেমে তার গাড়ির দরজা খোলার চেষ্টা করা মাত্রই তিনি জোরে জোরে হর্ন বাজাতে থাকেন। আর সেই আওয়াজ শুনে তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এসে চিৎকার করতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। ফলে প্রাণে রক্ষা পেয়ে যান ওই নেতা।
Sponsored Ads
Display Your Ads Hereতবে ঘটনাগুলিতে বিজেপি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরকেই দায়ী করছে। এই ঘটনায় দুই এলাকা জুড়ে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগের পর পূলিশ গোটা বিষয়টির তদন্তে নেমেছে।