চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের কাছে শিয়ালদহ স্টেশন একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। সকাল থেকে রাত অবধি ঠাসা ভিড়ে ভর্তি থাকে। কিন্তু এবার এই শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবী উঠলো।
আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় এসে শিয়ালদহ স্টেশন থেকে একগুচ্ছ নয়া পরিষেবা চালু করেন। শিয়ালদহে এসে জানান, “একাধিক ট্রেনের কোচ বাড়ানো হয়েছে, যাতে অনেক বেশী যাত্রী যাতায়াত করতে পারে। শিয়ালদহ স্টেশনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্ল্যাটফর্ম ও রেল কোচ বাড়ানোর দরকার ছিল। এবার সেখানে অতিরিক্ত তিন লক্ষ যাত্রী চলাচল করতে পারবে।” এছাড়াও আজিমগঞ্জ কাশিমবাজার ট্রেন চালুর কথাও জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানেই বঙ্গ বিজেপির তরফে এই স্টেশনের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় করার দাবী জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে। সর্বস্বান্ত হওয়া মানুষ একদিন এসে শিয়ালদহ স্টেশনে ভিড় করেছিলেন। সেদিন ক্যাম্প করে শিয়ালদহের আশপাশে যার তত্ত্বাবধানে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই আজ রেলের একটি বিশেষ অনুষ্ঠানে রেলমন্ত্রীর উপস্থিতিতে আমাদের দাবী জানিয়েছি। তিনি বলেছেন, ‘আমি বিষয়টা দেখব।” উল্লেখ্য, ভারতের পুরোনো স্টেশনগুলির মধ্যে শিয়ালদহ স্টেশন অন্যতম। ১৮৬২ সালে এই স্টেশন চালু হয়। পরে ১৮৬৯ সালে স্টেশন বিল্ডিং তৈরী হয়।
Sponsored Ads
Display Your Ads Here