মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর থেকেই উত্তপ্ত উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়া। সম্প্রতি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে একের পর এক বোমাবাজি চলে। এবার ফের গতকাল রাতে ব্যারাকপুর মহকুমার ভাটপাড়ায় বারুইপাড়া এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। রাত ভোর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ব্যাপক বোমাবাজি চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা এলাকার চারটি বাড়িতে ভাঙচুর চালায়। দুটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে।
দুষ্কৃতীদের বোমার আঘাতে ৩০ বছর বয়সী জাভেদ খান নামে স্থানীয় এক যুবক গুরুতর আহত হন। এছাড়া কয়েকজন এলাকাবাসীও আহত হন। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যে নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া ও ভাটপাড়া থানা থেকে পুলিশ এসে পৌঁছায়। এমনকি র্যাফ এবং কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। সারারাত পুলিশী ঠলদারি চলে।
এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে দাবী করা হয় যে, বিজেপি সাংসদ অর্জুন সিং এর লোকজন বোমাবাজি চালিয়েছে। তবে তৃণমূলের দাবী সম্পূর্ণ অস্বীকার করে অর্জুন সিং বলেছেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই বোমাবাজি হয়েছে”। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।