নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ দীলিপ ঘোষ, সায়ন্তন বসুকে কেন নির্বাচন কমিশন নিষেধাজ্ঞার মধ্যে ফেলছে না শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অশোক ভট্টাচার্যের সমর্থনে মিছিলে যোগদান করে বললেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী।
এছাড়া সুজন চক্রবর্তী বলেন, “নির্বাচন কমিশন রাহুল সিনহাকে নিষেধাজ্ঞা জারি করে ব্যালেন্স করেছে। কিন্তু বাকিদের কেন করলেন না, তার মানে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখছে না। মুখ্যমন্ত্রীকে নিষেধাজ্ঞা জারি করাটা যথার্থ হয়েছে কিন্তু দিলীপ ঘোষ ও রাহুল সিনহাকেও করতে হবে”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=wSRs4uxtX2g
মিছিলে অংশগ্রহন করে বাইচুং ভুটিয়া বলেছেন, “ভারতবর্ষে একজন ভালো নেতৃত্বের প্রয়োজন তাই আমি অশোক ভট্টাচার্যকে সমর্থন করি। ২০১৬ সালে আমি তার বিরুদ্ধে লড়াই করেছি তবে অনেক দিন থেকে আমার সাথে অশোক ভট্টাচার্যের সম্পর্ক। অনেক রাজনৈতিক দল রয়েছে কিন্তু ভোট তাকেই দিবেন যে আপনার জন্য কাজ করেছে”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=udTYZuhosQ0