নিয়ম ভাঙলেই করানো হচ্ছে কান ধরে উঠবোস
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। কড়া ভূমিকায় বীরভূম জেলা পুলিশ৷

- Sponsored -
আংশিক লকডাউন চললেও বীরভূম জেলা জুড়ে প্রায় সর্বত্রই সেই নিয়ম ভাঙার ছবি দেখা যাচ্ছে। আর সেই কারণেই এবার পুলিশ প্রশাসন কড়া ভুমিকায় পদক্ষেপ গ্রহণ করছে।
আজ সকাল থেকেই সময় পেরোতেই পুলিশ প্রশাসনের লোকেরা রাস্তায় নেমে পড়ে। সকাল থেকেই পুলিশ দুবরাজপুর শহরে দোকান-পাট বন্ধ করে দেয়। এছাড়া যাদের মুখে মাস্ক নেই ও যাদেরকে নিয়ম ভাঙতে দেখা যায় পুলিশের তরফ থেকে তাদেরকে প্রকাশ্যে কান ধরে উঠবোস করানো হয়। তাছাড়াও এই গোটা ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়৷