বর্ষা নামতেই ভাগীরথী নদীতে ভাঙ্গন শুরু

Share

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ নদীয়ার শান্তিপুরের বিভিন্ন এলাকায় ভাগীরথী নদীতে বর্ষার শুরুতেই ভাঙ্গন শুরু হয়েছে। শান্তিপু্রের বড়োবাজার ঘাট, স্টিমার ঘাট, গবার চড়, তালতলা পাড়া সহ বিভিন্ন এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে।

https://www.youtube.com/watch?v=P-MUsy9gCD8


https://www.youtube.com/watch?v=4DiIBjkTxP4

এলাকাবাসীর অভিযোগ, “রাতে তারা ঠিকমতো ঘুমাতে পারেন না। গঙ্গার পাড় ভাঙার ধুপ ধাপ শব্দ লেগেই চলেছে। বিগত এক বছর ধরে বিভিন্ন এলাকায় ভাগীরথী নদীতে একাধিক বসতভিটে তলিয়ে যায়। এরপরও রাজ্য সরকারের তরফ থেকে তাদের শুধুমাত্র গঙ্গা বাঁধনের আশ্বাসই দেওয়া হয়েছে। কাজের কাজ কিছুই করা হয়নি”।


https://www.youtube.com/watch?v=K1NP1SCeF18

বর্তমানে গঙ্গাপাড়ের মানুষজনের একটাই দাবী যে, “যদি ভরা বর্ষা নামার আগেই গঙ্গার পাড় বাঁধানোর কাজ শুরু করা হয় তাহলে হয়তো গঙ্গা ভাঙনের হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে”।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031