নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়ার শালিমার তিন নম্বর গেটের কাছে কয়েকজন দুষ্কৃতী বাইক থেকে প্রোমোটার ধর্মেন্দর সিংকে লক্ষ্য করে গুলি চালায়। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যায় তিনি হাওড়া পৌরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকা রণক্ষেত্র আকার ধারণ করে। উত্তেজিত হয়ে বাসিন্দারা রাস্তায় বাইক ফেলে আগুন ধরানোর পাশাপাশি কয়েকটি দোকানে ভাঙচুরও চালানো শুরু করে এমনকি একটি আবাসনে অগ্নিসংযোগও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে RAF নামানো হয়। যার জেরে আজ সকাল থেকেই বি গার্ডেন গেট এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ ছিল এবং চারটি রুটের বাস চালানো হয়নি।
পুরো ঘটনাটিতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে।
তবে ঘটনার রেশ কাটতে না কাটতেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে নাকা চেকিং শুরু হয়। হাওড়া সিটি পুলিশের তদন্তকারী আধিকারিকরা এই খুনে ভিকি সিং, চন্দন সিং সহ তিনজনকে গ্রেপ্তার করেছেন৷ বর্তমানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।