রায়া দাসঃ কলকাতাঃ আজ National Institutional Ranking Framework বা NIRF দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মানের তালিকা প্রকাশ করেছে। যেখানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে টপকে রীতি-ঐতিহ্য-আধুনিকতা-পরিকাঠামোর বিচারে কলকাতা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অধিকার করেছে।
কেন্দ্রের বিচারে প্রথম স্থানে আইআইএসসি, দ্বিতীয় স্থানে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, চতুর্থ স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, পঞ্চম স্থানে কোয়েম্বাটুরের অমৃত বিশ্ব বিদ্যাপীঠ, ষষ্ট স্থানে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া, সপ্তম স্থানে মণিপাল অ্যাকাডেমি অব হায়ার এডুকেশন ও অষ্টম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থানাধিকার লাভ করেছে।
এছাড়া দেশের মধ্যে ম্যানেজমেন্ট বিভাগে আইআইএম ক্যালকাটা তৃতীয় স্থানাধিকারী। ইঞ্জিনিয়ারিং বিভাগে আইআইটি মাদ্রাজ প্রথম স্থানাধিকারী। আইআইটি দিল্লি দ্বিতীয় স্থানাধিকারী। আইআইটি বম্বে তৃতীয় স্থানাধিকারী। আইআইটি খড়গপুর পঞ্চম স্থানাধিকারী। কলেজ হিসাবে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ চতুর্থ স্থানাধিকারী। এবং হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির পঞ্চম স্থানাধিকারী হিসেবে অ্যাখ্যায়িত হয়েছে।
প্রসঙ্গত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটের মাধ্যমে জানিয়েছিলেন, “উত্কর্ষতার বিচারে দেশের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে। অত্যন্ত সন্তোষের সাথে জানাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের অ্যাকাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এই খবর দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক পড়ুয়া, শিক্ষাকর্মী সহ প্রশাসককর্মীদের অভিনন্দন জানাচ্ছি”।