নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সম্পত্তির পরিমাণ ৮১৯ কোটি টাকা হয়েও মাত্র ৩০ কোটি টাকার চেক বাউন্সের ঘটনায় ফেঁসে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। এসকে এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা একটি চেক বাউন্স করায় বিহারের বেগুসরাইয়ে ধোনি সহ আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
বিশ্বের দ্বিতীয় বিত্তবান ক্রিকেটার ধোনি। মোট সম্পত্তির পরিমাণ ৮১৯ কোটি টাকারও বেশী। ২০২১ সালেও আয় করেছেন ৭৪.৪৯ কোটি টাকা। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন থেকে বার্ষিক আয় ৫০ কোটি টাকার বেশী। কিন্তু এবার সেই ধোনির বিরুদ্ধেই ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
জানা গিয়েছে যে, ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি কৃষিকাজে ব্যবহৃত একটি সারের বিজ্ঞাপনে কাজ করে এই সমস্যায় জড়িয়েছেন। এই ঘটনার সাথে সরাসরি ভাবে জড়িত না থাকলেও দুই সংস্থার ব্যবসায়িক সংঘাতের জন্য ধোনিকে এই মামলায় যুক্ত করা হয়েছে।
অভিযোগ উঠেছে, নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থা এসকে এন্টারপ্রাইজকে ৩০ লক্ষ টাকার চেক দিয়েছিল। সেই চেকটি বাউন্স করেছে। এরপরেই এসকে এন্টারপ্রাইজ বেগুসরাইয়ের থানায় এফআইআর দায়ের করেছে। চেন্নাই সুপার কিংস অধিনায়ক একটি সারের বিজ্ঞাপন করেন।
পণ্যটির সাথে ধোনির নাম ব্যবহার করা হয়। এই বিজ্ঞাপনের কাজ নিয়ে এসকে এন্টারপ্রাইজের নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেডের সাথে ব্যবসায়িক চুক্তি হয়। সেই চুক্তি মতো নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড এসকে এন্টারপ্রাইজকে ৩০ লক্ষ টাকার চেক দেয়। আর সেই চেকই বাউন্স করেছে।
আগেই নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেডকে এসকে এন্টারপ্রাইজ আইনী নোটিশ পাঠায়। কিন্তু কোনো উত্তর না পাওয়ায় শেষমেশ এফআইআর করেছে। এর পাশাপাশি ওই পণ্যের বিজ্ঞাপন করায় ধোনির নামেও এফআইআর রয়েছে। ২৮ শে জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।