ভ্যাক্সিন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো কাউন্সিলরের বিরুদ্ধে

Share

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ রাজ্যে ভ্যাক্সিন নেওয়ার প্রবণতা যতো বাড়ছে ততোই বাড়ছে একের পর এক দুর্নীতির অভিযোগ। এবার ভ্যাক্সিন নিয়ে সরাসরি নদীয়ার রানাঘাট কুপার্স ক্যাম্প পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল।

https://www.youtube.com/watch?v=iq04q-TDRh4


https://www.youtube.com/watch?v=cpubmkUZQ1k


অভিযোগ ওঠে, কুপার্স ক্যাম্প অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সরকার এলাকার লোকেদের ভ্যাক্সিন না দিয়ে সেই ভ্যাক্সিন অর্থের বিনিময়ে চড়া দামে কালোবাজারি করছে। পেছনের দরজা দিয়ে এই ভ্যাক্সিন বিক্রি হচ্ছে। ফলে এলাকার সাধারণ মানুষ ভ্যাক্সিন থেকে বঞ্চিত হচ্ছে।


ভ্যাক্সিন না পাওয়ার প্রতিবাদে ভ্যাক্সিন পাওয়ার দাবীতে রানাঘাট কুপার্স এর মহিলারা একত্রিত হয়ে ভ্যাক্সিনের দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সরব হন।

https://www.youtube.com/watch?v=okyPfVGv3io

যদিও কুপার্স পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সরকার অভিযোগ অস্বীকার করেছে। অশোকবাবুর দাবী, “এসব বিজেপির চক্রান্ত। নিয়ম-শৃঙ্খলা মেনেই ভ্যাক্সিন দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে”।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930