নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ নভি মুম্বইয়ের শিল্পতালুকে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের জেরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের পর তড়িঘড়ি দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে একাধিক ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এখনো অবধি এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর জানা যায়নি। আর ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা যায়নি। প্রসঙ্গত, গত ৪ ঠা জানুয়ারীও নভি মুম্বইয়ের এই এলাকায় একটি কারখানায় আগুন লেগে গিয়েছিল। এরপর আবারও এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here