Indian Prime Time
True News only ....

আন্তর্জাতিক স্বীকৃতি পেল মাতাবাড়ির পেঁড়া

- sponsored -

- sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ ‘ভোকাল ফর লোকালকে’ অগ্রাধিকার দিয়ে ত্রিপুরা বিকাশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এবার এখানকার মাতাবাড়ির পেঁড়া ও জনজাতি মায়েদের রিগনাই/পাছরা জিআই ট্যাগের স্বীকৃতি অর্জন করায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সন্তোষ প্রকাশ করেছেন।

সূত্রের খবর, এবার রাজ্যের উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের প্রসাদ তথা পেঁড়া আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলো। যা রাজ্যের জাতি-জনজাতি সহ সকল ধর্মপ্রাণ জনগণের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এছাড়া জনজাতি মায়েদের পরিধান রিগনাই/পাছরাও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

- Sponsored -

- Sponsored -

মুখ্যমন্ত্রী মানিক সাহা নির্বাচনী প্রচারের মাঝে উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হতেই মাতা ত্রিপুরাসুন্দরীর প্রসাদ পেঁড়া ও জনজাতি মায়েদের পরিধান রিগনাই/পাছরা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করার প্রসঙ্গে জানান, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই তত্ত্ব ধীরে ধীরে সমৃদ্ধির দিকে যাচ্ছে। এভাবে আমাদের রাজ্যও বিকাশের দিশায় আরো এগিয়ে যাবে।’’

এছাড়া আরো বলেন, ‘‘এই বিশেষ কৃতিত্বের জন্য উদয়পুর চন্দ্রপুরের মাতাবাড়ি মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং কিল্লার দেওয়ানবাড়ি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাতৃশক্তিকে অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানাই। স্বসহায়ক দল দ্বারা আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি রাজ্যকে বিশ্ব দরবারে বিশেষ পরিচয় দেওয়ার জন্য আমি তাদের সাধুবাদ জানাই।’’ পাশাপাশি মাতাবাড়ি মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে। ত্রিপুরা সরকারের দাবী, ‘‘এই মন্দির দেশের অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠবে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored