Indian Prime Time
True News only ....

কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন প্রথম ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংহ

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ লোকসভা নির্বাচনের আগে আজ অলিম্পিক্সে পদকজয়ী প্রথম ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংহ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এদিন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে শামিল হয়ে জানান, ‘‘দেশ ও দেশবাসীর স্বার্থে কাজ করতে চাই। তাই এই সিদ্ধান্ত।’’

২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী সুপার মিডলওয়েট বক্সার বিজেন্দ্র সিংহ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আদতে হরিয়ানার বাসিন্দা হলেও কংগ্রেস দক্ষিণ দিল্লিতে প্রার্থী করেছিল। কিন্তু জীবনে প্রথম বার বক্সিং রিংয়ের বাইরে লড়তে নেমে চূড়ান্ত ব্যর্থ হন। এরপর বিজেপির রমেশ বিধূরি এবং আম আদমি পার্টির (আপ) রাঘব চড্ডার পরে তৃতীয় স্থান পান।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তারপর মুষ্টিযুদ্ধের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে সিঙ্ঘু সীমানায় গিয়ে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। ঘোষণা করেছিলেন, নরেন্দ্র মোদী সরকার বিতর্কিত তিনটি আইন প্রত্যাহার না করলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেবেন। আর এবার হরিয়ানা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র হুডার ঘনিষ্ঠ বিজেন্দ্র সিংহ নিজের রাজ্যে একটি লোকসভা আসনে কংগ্রেসের টিকিট চেয়ে ব্যর্থ হয়েই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored