অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ভোটের ফলাফলের গণনা চলছে। ডায়মন্ড হারবারে রেকর্ড মার্জিনে এগিয়ে চলেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে বেলা ঠিক ১টা বেজে ৫ মিনিট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এখনও অবধি যা গণনার ট্রেন্ড তাতে ৩২৪৬০৫ ভোটে লিড অভিষেকের।
প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার বলেছেন, জয় তো আসবেই, তবে তাঁর এবারের টার্গেট ভোটের মার্জিন বাড়ানো। একের পর এক রাউন্ড করে গণনা এগোচ্ছে, লাফিয়ে মার্জিন বাড়ছে অভিষেকের। রাজনৈতিক মহলের মতে, অভিষেকের জয় কার্যত নিশ্চিত। ২০০৯ সালে এই কেন্দ্রে প্রথমবার ফোটে ঘাসফুল। এরপর থেকে তৃণমূলের দখলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র।
ঘাসফুল শিবিরের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১০ বছর ধরে এখানকার সাংসদ। তাঁর একটাই টার্গেট এবার, ভোটের ব্যবধান বাড়ানো। সেই পথেই এগোচ্ছেন তিনি। যে ট্রেন্ড তাতে ইতিমধ্যেই প্রবল সবুজ ঝড়ের ইঙ্গিত বাংলাজুড়ে। মমতা-অভিষেক জুটিতে কার্যত ধরাশায়ী দশা বিজেপির। রাজ্যে লোকসভা ভোটে মমতা-অভিষেক ম্যাজিকেরই রমরমা। অন্তত এখনই অবধি সেই ট্রেন্ডই দেখা যাচ্ছে।