নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ বাংলায় ঘূর্ণিঝড় মোকার প্রভাব না পড়লেও ওই ঘূর্ণিঝড়ের প্রায় ২৪ ঘণ্টা পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের তাণ্ডবে ক্ষয়-ক্ষতির পাশাপাশি প্রাণ হারিয়েছেন ৩ জন। হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই প্রাণহানির খবর এসেছে।
জানা গেছে, প্রবল ঝড়ে হাওড়ার উলুবেড়িয়ার বাহিরা গ্রামে একটি বাড়ির টালির চাল ভেঙে ৬৫ বছর বয়সী রামচন্দ্র মণ্ডল নামে এক জন বৃদ্ধ আহত হন। এরপর উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এছাড়া হাওড়ার বাগনানে কাজ সেরে বাড়ি ফেরার পথে গাছ চাপা পড়ে ৪২ বছর বয়সী রজনী পাণ্ডে নামে এক জন মহিলার মৃত্যু হয়।
পাশাপাশি রাস্তার বিদ্যুৎ এর খুঁটি উপড়ে গিয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার শ্রীধরবসান গ্রামের ৬২ বছর বয়সী শেখ আশরফ খান নামে এক জন বৃদ্ধের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। অন্যদিকে হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ফুলচাষের ব্যাপক ক্ষতি হয়েছে।