নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দিল্লির এমসের দোতলায় এন্ডোস্কোপি বিভাগে ভয়াবহ আগুন লাগে। আর এন্ডোস্কোপি বিভাগের ঠিক নীচেই হাসপাতালের জরুরী বিভাগ থাকায় দ্রুত দমকল বিভাগের কাছে খবর দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
দমকল কর্মীরা খবর পেয়ে প্রথমে দমকলের ছয়টি ইঞ্জিন নিয়ে আসে। এরপর পরে আরো দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল সূত্রে জানা যায়, কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অন্যদিকে, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code

অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাসপাতালের ডিরেক্টরও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code