চয়ন রায়ঃ কলকাতাঃ নিউ টাউনের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো সেখানকারই এক জন ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্র উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা কবীর হোসেন। কবীর ফ্যাশন ডিজাইনিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই ছাত্রী উত্তরপ্রদেশের বাসিন্দা। ফ্যাশন ডিজাইনিংয়ের পড়ুয়া। শহরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকে। অনুমান করা হচ্ছে, দু’জনের মধ্যে মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। এই ঘটনাটি গত সেপ্টেম্বর মাসে ঘটে। অভিযোগ উঠেছে যে, সহপাঠী এক ছাত্রের জন্মদিনে কয়েক জন রাজারহাটের একটি ফ্ল্যাটে গিয়েছিলেন।

সেখানে সবাই মদ্যপান করেন। পরে ওই ছাত্রী কবীরের নিউ টাউন এলাকায় ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে গেলে সেখানেই রাতেরবেলা ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা ঘুম ভাঙার পরে বুঝতে পারে, তাকে ধর্ষণ করা হয়েছে। এছাড়া ওই ছাত্রী নিজের অভিযোগে জানায়, “শুধু ওই রাতেবেলাই নয়, তার উপরে একাধিক বার যৌন অত্যাচার চলেছে।”
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ওই ছাত্রী এই ঘটনার পরেই অভিযোগ দায়ের করেনি কেন সেই বিষয়ে ওই ছাত্রীর কাছ থেকে জানতে চাওয়া হবে। এর পাশাপাশি পুলিশ অভিযোগের ভিত্তিতে কাঁচরাপাড়ায় কবীরের বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here