চয়ন রায়ঃ কলকাতাঃ নিউ টাউনের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো সেখানকারই এক জন ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্র উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা কবীর হোসেন। কবীর ফ্যাশন ডিজাইনিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।
সেখানে সবাই মদ্যপান করেন। পরে ওই ছাত্রী কবীরের নিউ টাউন এলাকায় ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে গেলে সেখানেই রাতেরবেলা ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা ঘুম ভাঙার পরে বুঝতে পারে, তাকে ধর্ষণ করা হয়েছে। এছাড়া ওই ছাত্রী নিজের অভিযোগে জানায়, “শুধু ওই রাতেবেলাই নয়, তার উপরে একাধিক বার যৌন অত্যাচার চলেছে।”
কিন্তু ওই ছাত্রী এই ঘটনার পরেই অভিযোগ দায়ের করেনি কেন সেই বিষয়ে ওই ছাত্রীর কাছ থেকে জানতে চাওয়া হবে। এর পাশাপাশি পুলিশ অভিযোগের ভিত্তিতে কাঁচরাপাড়ায় কবীরের বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।