নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আবারও জলপাইগুড়ির বানারহাটের অদূরে এথেলবাড়ির দুর্গানগর এলাকায় স্থানীয় বাসিন্দা সুবর্ণা লামার বাড়ির পাশে পাতা খাঁচায় গভীর রাতেরবেলা খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরেই এলাকায় চিতাবাঘের আনাগোনা চলছিল। ফলে এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছিল। এরপর এলাকার বাসিন্দারা বনদপ্তরের কাছে খাঁচা বসানোর দাবী জানালে অতি সম্প্রতি বনদপ্তরের দলগাঁও রেঞ্জের সহযোগীতায় খাঁচা পাতা হয়েছিল।
তারপর বনদপ্তরের তৎপরতায় চিতাবাঘটিকে ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি করা হলো। আর তাতে এলাকার বাসিন্দারা বাঘ আতঙ্ক থেকে মুক্তি পেল।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। চিতাবাঘটি সুস্থ থাকায় বনদপ্তরের আধিকারিকদের (ডিএফও) উপস্থিতিতে সেখানেই ছেড়ে দেওয়া হয়।