নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ সরকারী বিধিনিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শিলিগুড়িতে সেলুন ও বিউটি পার্লার খোলা রয়েছে।
করোনা সংক্রমণ রোধে রাজ্য যেখানে কড়া বিধিনিষেধ রয়েছে। যেখানে সেলুন এবং বিউটি পার্লার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেখানেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে শিলিগুড়ি রবীন্দ্রনগর এলাকায় সেলুন খুলে রাখার অভিযোগ উঠলো।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ রবীন্দ্র নগর এলাকায় অভিযানে নামে।
অভিযানে নেমে দেখা যায় যে, তালাহীন অবস্থায় সেলুন খোলা রয়েছে। ভিতরে লাইট জ্বলছে। দোকানের বাইরে থেকে ভিতর পর্যন্ত চুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘটনায় ১ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযানের আভাস পেয়ে সেলুনের কর্মী ও খরিদ্দাররা দোকানের শাটার নামিয়ে চম্পট দেয়। পাশপাশি অন্যদিকে দেখা যায় সুভাষ পল্লী এলাকায় রাস্তার সামনেই নির্দ্বিধায় বিউটি পার্লার খোলা রয়েছে। পরবর্তীতে পুলিশের চোখে পড়তেই কড়া বার্তা দিয়ে বিউটি পার্লার বন্ধ করিয়ে দেয়।
কিন্তু প্রশ্ন উঠছে যে, যেখানে রাজ্য সরকার করোনা সংক্রমণকে রোধ করতে কড়া বিধিনিষেধ চালু করেছে সেখানে তাকে উপেক্ষা করে সেলুন এবং বিউটি পার্লার কিভাবে খোলা থাকতে পারে।