মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ব্যবসায়ীকে হুমকির অভিযোগের তদন্তে নেমে উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের পুলিশ প্রশাসন বেআইনী অস্ত্রশস্ত্রের খোঁজ পেয়েছে। আর পুলিশী হানায় একাধিক আধুনিক পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। এই ঘটনায় বিহার যোগেরও প্রমাণ পাওয়া গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।
জানা যায়, বেশ কয়েক জন দুষ্কৃতী চলতি আইপিএলে জুয়ায় টাকা লাগিয়ে হেরে গিয়েছিলেন। তাই এই লোকসান পুষিয়ে নিতে খড়দহ থানা এলাকার বিবেকনগরের এক জন ব্যবসায়ীর কাছে তোলা চেয়ে হুমকিও দেয়। কিন্তু তিনি তোলা দিতে রাজি হননি। ফলে তোলা না পেয়ে ওই ব্যবসায়ীর দোকানের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এরপর ওই ব্যবসায়ী খড়দহ থানার পুলিশকে অভিযোগ জানালে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে টিটাগড় থেকে মূল অভিযুক্ত ওয়াসিমকে গ্রেফতার করে।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Hereতারপর ওয়াসিমকে জেরা করে অন্য একটি জায়গার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালানো হয়। আর সেই জায়গা থেকে তিনটি সেভেন এমএম পিস্তল, একটি রিভলভার এবং ১৮ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি পুলিশ এই ঘটনার তদন্ত করতে গিয়ে এই ঘটনার সাথে জড়িত বিহারের দুই জন দুষ্কৃতীর যোগ পেয়েছে। আপাতত ওই দুই জন দুষ্কৃতীকে ট্র্যাক করার চেষ্টা চলছে। নির্বাচনের ঠিক আগে এতো অস্ত্র উদ্ধার হওয়ায় পুলিশ প্রশাসন যথেষ্ট উদ্বিগ্ন।